Advertisement

Heatwave-Rain Weather Forecast: পারদ চড়লেও আজ ঝমঝমিয়ে বৃষ্টি ৮ জেলায়, বিকেলে কলকাতায় কালবৈশাখী?

গত সপ্তাহে টানা ঝড়বৃষ্টি দাবদাহ থেকে স্বস্তি দিয়েছিল। চলতি সপ্তাহ থেকে ফের গলদঘর্ম দশা ফিরছে। আবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। সেইসঙ্গে কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া।

নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় বড় বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2024,
  • अपडेटेड 6:37 AM IST

 গত সপ্তাহে টানা ঝড়বৃষ্টি দাবদাহ থেকে স্বস্তি দিয়েছিল। চলতি সপ্তাহ থেকে ফের গলদঘর্ম দশা ফিরছে। আবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। সেইসঙ্গে কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া।

ফের তাপপ্রবাহের সম্ভাবনা
সপ্তাহান্তে ফের ৪০ ডিগ্রি পেরোবে তাপমাত্রা, পবর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনের ২ থেকে ৩  ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে।  আবারো তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ১৮ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে  তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। ১৮ তারিখ উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর  পরিবেশ থাকবে। ১৯ তারিখ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৯ তারিখ অর্থাৎ রবিবার  মুর্শিদাবাদ,নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। রাজ্যের অন্তত সাতটি জেলায় আবার তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণের চার এবং উত্তরের তিন জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার ১৩টি জেলায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয় থাকবে। এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ১৮ এবং ১৯ তারিখ তা ৩৮ ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে।  

বৃষ্টির সম্ভাবনাও একাধিক জেলায়
তাপমাত্রা বাড়লেও এদিন দক্ষিণবঙ্গের  বীরভূম এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় কাল হালকা বৃষ্টি হতে পারে। তবে ১৭ তারিখ দক্ষিণবঙ্গের  কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরের শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং  কালিম্পং-এ  হালকা বৃষ্টি হতে পারে। ১৮ তারিখে দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দার্জিলিঙে ঝড় বৃষ্টি হবে ১৮ তারিখে। ১৯ তারিখ পশ্চিমে জেলাগুলি বিশেষ করে  বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২০ তারিখ ভোটের দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

কলকাতার আবহাওয়া
আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে।  বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪  ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement