গরমের দাপট যে আরও বাড়তে চলেছে বলেই আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি নেই। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহও। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
কলকাতাতেও তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। বৃহস্পতিবার আকাশ পরিস্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
আজ বৃহস্পতিবার ভয়াবহ গরম থাকবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। সকাল থেকে কড়া রোদ থাকবে, আর তার সঙ্গেই চড়বে পারদ। চ়ড়া রোদের তাপে নাজেহাল হতে হবে। আপাতত কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। সকালের মতোই প্রায় আবহাওয়া থাকবে রাতেও। রাতের আকাশ পরিষ্কার হবে। তারই সঙ্গে প্রবল গরমও অনুভূত হবে।
আগামীকাল কেমন আবহাওয়া:
শুক্রবার প্রবল কড়া রোদ হবে আকাশে। কড়া রোদের কারণেই গরম বাড়বে। উত্তাপের কারণে অস্বস্তি বাড়বে। আপাতত পারদ ঊর্ধ্বগামী হবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লে রোদের তাপও কড়া হবে। মেঘ বিশেষ দেখতে পাওয়া যাবে না। এদিন জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের আকাশ ঝকঝকে পরিষ্কার হবে। কোনও মেঘ নেই। গরমও থাকবে রাতে।