West Bengal Weather Update: অবশেষে সুখবর! দক্ষিণ ও উত্তরের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রাজ্যে বর্ষা ঢুকেছে মাসখানেক হতে চলল, কিন্তু বৃষ্টির তেমন দেখা মেলেনি। বরং খাতায় কলমে বর্ষা কালেও কাঠফাটা গরমে ভুগছেন মানুষজন। কিন্তু উল্টোদিকে উত্তরবঙ্গে প্রায় বন্যা পরিস্থিতি। তবে শেষমেশ সুখবর দিল আবহাওয়া দফতর। জানাল, দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ (WB weather forecast)।
আবহাওয়া অফিস এদিন জানিয়েছে, আজ, শনিবার থেকেই বৃষ্টি কমবে উত্তরের জেলাগুলিতে। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে কাল থেকেই অনেকটা কমে যাবে বৃষ্টির পরিমাণ।
দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকেই বৃষ্টি খানিকটা বাড়তে পারে। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আরও কিছুদিন। প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন আকাশ মূলত মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
টানা বৃষ্টিতে ডুয়ার্সে গত কয়েকদিন ধরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি শহর লাগোয়া নীচু এলাকাগুলিও আপাতত জলের নীচে।
অন্যদিকে, ডুবেছে রাজধানী দিল্লি। যমুনার বন্যা বহু রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লির বহু এলাকা বন্যার জলে তলিয়ে গেছে। এর মধ্যে লাল কেল্লার এলাকও রয়েছে।