West Bengal Weather Update: ভাসছে উত্তরবঙ্গ (North Bengal)। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। অন্যদিকে বৃষ্টির ঘাটতিতে অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, উত্তরবঙ্গের ওপরের ৫টি জেলায় ভারী বৃষ্টি ও বাকি ৩টি জায়গায় মাঝারি বৃষ্টি আপাতত চলবে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে।
হাওয়া অফিস এ-ও জানিয়েছে, অবশেষে দক্ষিণবঙ্গে (South Bengal) আসছে ভরা বর্ষা। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাওয়া বদল হচ্ছে। আগামী ১৭ তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ১৮ থেকে ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে টানা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা অনেকটা কমতে পারে।
তার আগে পর্যন্ত বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম তাপপ্রবাহ থাকবে। উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে। তবে আগামী ১৭ তারিখ পর্যন্ত গুমোট গরম বজায় থাকবে। বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ১৮ তারিখের পরই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
টানা বৃষ্টিতে ডুয়ার্সে গত কয়েকদিন ধরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি শহর লাগোয়া নীচু এলাকাগুলিও আপাতত জলের নীচে।
অন্যদিকে, ডুবেছে রাজধানী দিল্লি। যমুনার বন্যা বহু রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লির বহু এলাকা বন্যার জলে তলিয়ে গেছে। এর মধ্যে লাল কেল্লার এলাকও রয়েছে।