সোমবারের মত মঙ্গলবারও কলকাতাবাসীর দিন শুরু হল বৃষ্টির মধ্যে দিয়ে। ভোর থেকেই ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে শহর কলকাতা ও সংলগ্ন এলাকায়। এদিন দিনের বেশিরভাগ সময়টাই আকাশ মেঘলা থাকবে বলছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া অবস্থান
মৌসুমী অক্ষরেখা দিঘা এবং বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা অভিমুখী হয়ে আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া অবস্থানে সোমবার ভারী বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জল জমে যায়। দুসোমবারের পরে মঙ্গলবারেও বৃষ্টি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার সবকটি জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবারও সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় মাঝারি বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে এবং আর্দ্রতা দিজনিত অস্বস্তিও নিয়ন্ত্রণে থাকবে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি
হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘন্টায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে। তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবারও সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় সকাল থেকেই বৃষ্টি
সোমবার ভারী বৃষ্টির জেরে কলকাতা ও সংলগ্ন এলাকার বেশ কিছু জায়গায় জল সমে যায়। এদিনও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরে। সেইসঙ্গে আকাশের মুখ ভার। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বৃষ্টিও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।