Advertisement

Rain Orange Alert: ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরে, ভাসবে দক্ষিণও? আবহাওয়ার UPDATE

যত বৃষ্টি উত্তরে, এদিকে শিকে ছিঁড়ছে না দক্ষিণে! ভাদ্রের অসহনীয় জ্বালাপোড়া গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির ঘাটতি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। অসহনীয় গরমে নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রীদের। এরই মধ্যে মৌসুমী অক্ষরেখা লখনউ থেকে গয়া হয়ে উত্তরবঙ্গের মালদা জেলার ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে।

বৃষ্টি, প্রতীকী ছবি-PTI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2023,
  • अपडेटेड 7:05 PM IST
  • যত বৃষ্টি উত্তরে, এদিকে শিকে ছিঁড়ছে না দক্ষিণে!
  • ভাদ্রের অসহনীয় জ্বালাপোড়া গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী

West Bengal Weather Update: যত বৃষ্টি উত্তরে, এদিকে শিকে ছিঁড়ছে না দক্ষিণে! ভাদ্রের অসহনীয় জ্বালাপোড়া গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। বৃষ্টির ঘাটতি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। অসহনীয় গরমে নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রীদের। এরই মধ্যে মৌসুমী অক্ষরেখা লখনউ থেকে গয়া হয়ে উত্তরবঙ্গের মালদা জেলার ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গজুড়ে। তবে বৃষ্টির পূর্বাভাস মিলেছে দক্ষিণবঙ্গেও।

উত্তরে আগামী ২৬শে অগাস্ট শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। প্রবল বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।

খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। তাপমাত্রা কিছুটা কমতে পারে।

একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতে অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টি হতে পারে। এর জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নীচু এলাকাতে প্লাবনের আশঙ্কা। শষ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement