বছর শেষের শেষ সপ্তাহে কলকাতায় কি ফিরবে জাঁকিয়ে শীতের আমেজ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বড়দিনের আগেই শহর থেকে গায়েব হয়ে গিয়েছে কনকনে ঠান্ডা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষশেষের আগে কি শহরে ছন্দে ফিরবে শীত? কলকাতার পাশাপাশি জেলাগুলিও কি হাড়হিম ঠান্ডায় কাঁপবে? তেমন আশার বাণী আপাতত শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণের সব জেলাতেই কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা বদল হবে না। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবার ১৭ ডিগ্রির ঘরে পৌঁছেছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কোথায় কত তাপমাত্রা?
মঙ্গলবার দার্জিলিঙে পারদ নেমেছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। কোচবিহারে পারদ নেমেছে ১২.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৮.২ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.৯ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৬ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে তাপমাত্রা নেমেছে ১৪.৭ ডিগ্রিতে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি।