Advertisement

মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় স্কুলে সত্যনারায়ণ পুজো!

প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য জানান, বিদ্যালয়ে সত্যনারায়ণ পুজো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায়। ২০১০ সাল থেকেই ছাত্রদের দাবি মেনে সত্যনারায়ণ পুজো হয়ে আসছে এই বিদ্যালয়ে। এবছর ওই বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৫। 

স্কুলে সত্যনারায়ণ পুজোর আয়োজন
শাজাহান আলী
  • পশ্চিম মেদিনীপুর,
  • 24 Feb 2022,
  • अपडेटेड 2:23 PM IST
  • সামনেই মাধ্যমিক পরীক্ষা
  • স্কুলে সত্যনারায়ণ পুজোর আয়োজন
  • প্রশ্ন তুললেন কেউ কেউ

মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় সত্যনারায়ণ পুজো হল বিদ্যালয়ে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ঢেংবাহরা শশীভূষণ হাইস্কুলের। বিগত কয়েক বছর ধরেই ওই স্কুলে এই পুজো হয়ে আসছে বলে জানা গিয়েছে। যদিও পুজো নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে সবাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারে সেই কামনা করেই ঢেংবাহরা শশীভূষণ হাইস্কুলে আয়োজন করা হয় সত্যনারায়ণ পুজোর। আয়োজনে ছাত্র-শিক্ষক উভয় পক্ষই। 

স্কুলে সত্যনারায়ণ পুজো

এই বিষয়ে প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য জানান, বিদ্যালয়ে সত্যনারায়ণ পুজো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায়। ২০১০ সাল থেকেই ছাত্রদের দাবি মেনে সত্যনারায়ণ পুজো হয়ে আসছে এই বিদ্যালয়ে। এবছর ওই বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৫। 

তবে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এভাবে সত্যনারায়ণ পুজো জেলার কোনও স্কুলে হয় না। তাই বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন কেউ কেউ। তাঁদের প্রশ্ন, পড়াশোনা না করে সত্যনারায়ণ পুজোতে করতে কি সাফল্য মিলবে?

প্রসঙ্গত, করোনার পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ থেকেছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় গোটা পড়াশোনাটাই চলেছে অনলাইনে। কিছুদিন আগে ফের খুলেছে স্কুল কলেজ। তবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা নিয়ে পড়ুয়াদের রীতিমতো সমস্যার মধ্যে পড়তে রয়েছে বলেই মনে করেন শিক্ষাবিদরা। সেইদিক দেখতে গেলে এখন হয়ত নিজেদের প্রস্তুতির পাশাপাশি ঈশ্বরের ওপরেই ভরসা রাখছে পড়ুয়ারা। 

আরও পড়ুনস্নাতক পাশে ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি, বেতন মাসে ১.৭৮ লক্ষ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement