ফের মমতা প্রশাসনের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের তালিকা প্রকাশ করে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন রাজ্যপাল। তিনি বলেন যে প্রশাসনে রাজনীতি আনতেই অবসরপ্রাপ্ত এই আইপিএসদের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে নবান্নর বিরোধ তৈরি হয়। এরপর থেকেই মমতা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন ধনকড়। রবিবার তিনি টুইটে বলেন, "যোগ্য অফিসারদের বসিয়ে রেখে অবসরপ্রাপ্ত আইপিএসদের কাজে লাগানো হয়েছে। যা রাজ্যের প্রশাসনের জন্য উদ্বেগজনক।"
এরপরই ধনখড় অভিযোগ করেন পক্ষপাতদুষ্টের। ১৯৮৫ সালের আইপিএসদের বেশি করে বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে পুনর্নিয়োগ করে কোন কোন দায়িত্বে আনা হয়েছে তার তালিকাও প্রকাশ করেছেন। তাঁর দাবি, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন কোন পুলিশ অফিসার রয়েছেন সেই তালিকায়
রাজ্যের নিরাপত্তা পরামর্শদাতা পদে রয়েছেন সুরজিৎ কর পুরকায়স্থ। অভ্যন্তরীণ নিরাপত্তা পরামর্শদাতা পদে রয়েছেন রিনা মিত্র। এ কে মালিওয়াল রয়েছেন ওএসডি ট্রেনিং এবং রিসার্চ। এটি ডিজি পদমর্যাদার একটি পদ। শিবাদী ঘোষ রয়েছেন রাজ্য পুলিশের আবাসনের ওএসডি এবং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে। কে হরিরাজন রয়েছেন পুলিশ নিয়োগ বোর্ডের ওএসডি এবং চেয়ারম্যান পদে। এ ছাড়াও আরও কয়েকজন সেই তালিকায় রয়েছেন।