Advertisement

ডিসেম্বরেই পাহাড়ে ফিরতে চলেছেন বিমল গুরুং?

শিগগিরি পাহাড়ে ফিরতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুং। শিলিগুড়ি হয়ে তিনি সেখানে ফিরবেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলা প্রত্যাহার এবং জামিন পাইয়ে দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। ডিসেম্বর মাসে নিজের এলাকায় ফিরতে পারেন বিমল গুরুং।

বিমল গুরুং
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 26 Nov 2020,
  • अपडेटेड 11:04 PM IST
  • শিগগিরি পাহাড়ে ফিরতে চলেছেন বিমল গুরুং
  • ডিসেম্বর মাসে নিজের এলাকায় ফিরতে পারেন
  • সামসিংয়ে একটি বাড়ির ব্যবস্থা করা হয়েছে?

শিগগিরি পাহাড়ে ফিরতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুং। শিলিগুড়ি হয়ে তিনি সেখানে ফিরবেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলা প্রত্যাহার এবং জামিন পাইয়ে দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। ডিসেম্বর মাসে নিজের এলাকায় ফিরতে পারেন বিমল গুরুং। 

তিনি কোন পথে পাহাড়ে ঢুকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এবং তিনি ডুয়ার্সে যাবেন না দার্জিলিং, তা নিয়েও কথা হচ্ছে। সরকারের তরফে থেকে তাঁর জন্য সামসিংয়ে একটি বাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এর সংবর্ধনা দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমলপন্থী নেতা বিশাল ছেত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, খুব শিগগিরই পাহাড়ে ফিরবেন বিমল গুরুং। তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। পাহাড়ের মানুষ তাঁর জন্য অধীর আগ্রহ করে রয়েছেন। 

তিনি বিনয় তামাং, অনীত থাপাদের সমালোচনা করেছিলেন। কটাক্ষ করেছিলেন, বিমলকে পাহাড়ে উঠতে দেওয়া হবে না বলে কয়েকজন চিৎকার করছ। এই ব্যাপারটা হাস্যকর। গোর্খাল্যান্ডের দাবিতে কে অনড় থেকে তিনি জানান, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দলকে সমর্থন করবেন তারা। 

তিনি আরও জানান, বিমল খুব শিগগিরই বেশ কয়েকটি মামলা থেকে মুক্তি পাবেন। দার্জিলিংয়ের পাতলেবাসের যে বাড়িটিকে আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছিল, সেটি ফিরেও পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। যদিও প্রশাসনের তরফ থেকে জানাানো হয়েছে, এমন কোনও খবর তাদের জানা নেই।

বছর তিনেক নিখোঁজ ছিলেন বিমল গুরুং। পুজোর সময় তাঁকে দেখা যায় বিধাননগরের গোর্খা ভবনে। তিনি সেখানে গিয়েছিলেন। তবে গেটে তালা থাকায় ভেতরে ঢুকতে পারেননি। এর পরে তিনি সাংবাদিকদের জানান, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন করবেন। তাঁরা গোর্খাল্যান্ড চান। বিজেপি নিজেদের প্রতিশ্রুতি রাখেনি। 

Advertisement

যদিও তাঁকে গুরুত্ব দিতে নারাজ তাঁর বিরোধী বলে পরিচিতি মোর্চার নেতা বিনয় তামাং, অনীত থাপারা। তাঁরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেন। পাহাড়ে বিমল-বিরোধী মিছিল বের করা হয় তবে। পাল্টা মিছিল করেছিল বিমল পন্থীরাও। বিভিন্ন জায়গায় পোস্টারও লাগান হয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement