Advertisement

ছাদে কাপড় মেলতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে! মৃত মহিলা

মাধুরী মণ্ডল নামে ওই মহিলা রোজই ছাদের ভিজে কাপড় শুকোতে দিতে যেতেন। বাড়ির পাশ দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের হাই টেনশন লাইন (High Tension Line)। এদিন কাপড় শুকোতে দেওয়ার সময় হয়ত কোনওভাবে সেটি হাই টেনশন লাইনের সংস্পর্শে চলে আসে। তার ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
গোপাল ঠাকুর
  • মুর্শিদাবাদ,
  • 07 Sep 2021,
  • अपडेटेड 1:33 PM IST
  • কাপড় শুকোতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট
  • মুর্শিদাবাদে মহিলার মৃত্যু
  • বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

প্রতিদিনই ছাদে ভিজা কাপড় শুকোতে দিতেন। কিন্তু আজই ঘটে গেল বিপত্তি। ভিজে কাপড় বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসায় মৃত্যু হল মহিলার। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের ফুলতলার ঘটনা। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধুরী মণ্ডল নামে ওই মহিলা রোজই ছাদের ভিজে কাপড় শুকোতে দিতে যেতেন। বাড়ির পাশ দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের হাই টেনশন লাইন (High Tension Line)। এদিন কাপড় শুকোতে দেওয়ার সময় হয়ত কোনওভাবে সেটি হাই টেনশন লাইনের সংস্পর্শে চলে আসে। তার ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

তড়িঘড়ি মাধুরী মণ্ডলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু ততক্ষণে সব শেষ। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় শোকে পাথর পরিবারের সদস্যরা। শোকাচ্ছন্ন পাড়া প্রতিবেশীরাও। 

অন্যদিকে বাড়ির পাশ দিয়ে এই ধরনের হাই টেনশনের লাইন নিয়ে যাওয়ায় রীতিমতো ক্ষেভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দার। বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত বিদ্যুৎ দফতরের তরফে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement