Advertisement

Yaas : জলমগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না, জানালেন বিদ্যুৎমন্ত্রী

ইয়াসের জেরে রাজ্যের রাজ্যের ১৪টি জেলায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। এখনও অনেক জায়গা জলমগ্ন। সেইসব জায়গায় এখনই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না।

অরূপ বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2021,
  • अपडेटेड 5:29 PM IST
  • ইয়াসের জেরে রাজ্যের রাজ্যের ১৪টি জেলায় বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত
  • জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

ইয়াসের জেরে রাজ্যের রাজ্যের ১৪টি জেলায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। এখনও অনেক জায়গা জলমগ্ন। সেইসব জায়গায় এখনই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না। জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। 

গতকাল থেকে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমে আছেন বিদ্যুৎমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের ১৪টি জেলায় ইয়াসের প্রভাবে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। তাঁর কথায়, 'এখনও পর্যন্ত সার্বিক তথ্য হাতে আসেনি। অনেক জায়গা জলমগ্ন। কোথাও জল নামছে আবার কোথাও বাড়ছে। তাই এখনই সেই সব জায়গায় বিদ্যুৎ সংযোগ হবে না। ক্ষয়ক্ষতির সার্বিক রিপোর্ট হাতে পাওয়ার পর তা রাজ্য সরকারকে জানানো হবে।' 

আরও পড়ুন : শুক্র ও শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

CESE-র তরফেও জানানো হয়েছে, জলমগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। জল সরে যাওয়ার পরই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে। তাদের তরফে সাংবাদিকদের জানানো হয়, জল কোথায় কেমন, তার উপর নির্ভব করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে। তবে তারা প্রস্তুত ছিল। প্রায় আড়াই হাজার কর্মী, বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। তাঁরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার কাজে নিযুক্ত রয়েছেন। 

প্রসঙ্গত, গতবার আম্ফানের পর বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল রাজ্যজুড়ে। খাস কলকাতার কোনও কোনও জায়গায় ৭২ ঘণ্টা পরেও ,পরিষেবা স্বাভাবিক হয়নি। যা নিয়ে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম প্রস্তুতি সেরেছিল CESE ও রাজ্য সরকার। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement