Advertisement

বাংলাদেশে বিয়ে, বেআইনিভাবে ভারতে ঢুকতে গিয়ে সস্ত্রীক ধৃত যুবক

ধৃত যুবকের নাম জয়কান্ত চন্দ্র রায়। বাড়ি নদিয়ার শান্তিপুরের বল্লভপুর গ্রামে। অন্যদিকে যুবতী বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এরপর আপ্পু নামে তারকনগরের এক দালালের মাধ্যমে গত ৮ মার্চ বাংলাদেশে যায় জয়কান্ত। ১০ মার্চ ওই যুবতীকে বিয়ে করে সে। তারপর থেকে বাংলাদেশেই ছিল তারা।

বিএসএফ-এর হাতে ধৃত দম্পতি
অনুপম মিশ্র
  • মধুপুর ,
  • 27 Jun 2021,
  • अपडेटेड 9:27 PM IST
  • বাংলাদেশে বিয়ে নদিয়ার যুবকের
  • স্ত্রীকে নিয়ে ভারতে প্রবেশের সময় ধৃত
  • খতিয়ে দেখেছে বিএসএফ

বাংলাদেশে বিয়ে করে বেআইনিভাবে ভারতে ঢোকার সময় বিএসএফ-এর হাতে ধরা পড়ে গেল দম্পতি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওই দম্পতিতে ধরে ফেলে মধুপুরে বিএসএফ-এর ৮২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। গোটা ঘটনায় প্রেম ঘটিত সম্পর্কের তত্ত্ব উঠে আসছে। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। 

বিবাহিত দম্পতি

জানা গিয়েছে ধৃত যুবকের নাম জয়কান্ত চন্দ্র রায়। বাড়ি নদিয়ার শান্তিপুরের বল্লভপুর গ্রামে। অন্যদিকে যুবতী বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এরপর আপ্পু নামে তারকনগরের এক দালালের মাধ্যমে গত ৮ মার্চ বাংলাদেশে যায় জয়কান্ত। ১০ মার্চ ওই যুবতীকে বিয়ে করে সে। তারপর থেকে বাংলাদেশেই ছিল তারা। এরপর রাজু মণ্ডল নামে বাংলাদেশি এক দালালের মাধ্যমে স্ত্রীকে নিয়ে ভারতে ফেরার চেষ্টা করে জয়কান্ত। তারজন্য ওই দালালকে ১০ হাজার বাংলাদেশি টাকাও দেয় সে। কিন্তু এদেশে ফেরার পথেই বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায় ওই দম্পতি। 

বিবাহিত দম্পতি

ঘটনায়, ৮২ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডিং অফিসার সঞ্জয় প্রসাদ সিং বলেন, ধৃত যুবক যুবতীকে জিজ্ঞাসাবাদের পর প্রেমের তত্ত্ব উঠে আসছে। জানা গিয়েছে, ভারতীয় যুবক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে। কম্যান্ডিং অফিসার আরও বলেন, নারীপাচারকারীরা প্রায়শই নিত্যনতুন পন্থায় মেয়েদের ফাঁদে ফেলে এবং দেহ ব্যবসায় নামতে বাধ্য করে। আর এই নারীপাচার আটকানোর জন্য দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট সীমান্তে মোতায়েন করেছে। যাতে কোনওভাবেই মেয়েরা পাচারকারীদের হাতে পা পড়ে সেইজন্য সমস্ত দিক মাথায়া রেখেই চলছে বিএসএফ। 


 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement