কালীপুজো শেষ হয় গিয়েছে। ভাইফোঁটাও শেষ । আবার সামনেই জগদ্ধাত্রী পুজো। আগামী ১০-১১ ও ১২ নবেম্বর জগদ্ধাত্রী পুজো হলেও দেবী জগদ্ধাত্রীর সঙ্গে সঙ্গেই সন্তোষী মা, মহিষাসুরমর্দিনী, অকাল বোধন, কালী, ভারতমাতা, নারায়ণ, কমলেকামিনী, নটরাজ-সহ নানা দেবদেবীর উপাসনাও হয়ে থাকে। তাই জগদ্ধাত্রী পুজো না বলে 'জগদ্ধাত্রী উৎসব' বলা হয়ে থাকে। জগদ্ধাত্রী পুজোর উৎসবের আগের শনিবার, ২ নভেম্বর অথবা মঙ্গলবার, ৫ নভেম্বর পুজো শুরু হয় রূপো কালী" মায়ের। দূর-দূরান্ত থেকে এমন কি ভিনরাজ্য থেকেও অগণিত ভক্ত মায়ের কাছে আসেন মনোস্কমনা নিয়ে।