তৃণমূলকে বিজেপি কতটা ভয় পায়, তা বলতে গিয়ে পেট্রলের দাম কমানোর প্রসঙ্গও তুলে এনেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, তৃণমূল জেতার পর বিজেপি জ্বালানির দাম কমিয়েছিল। কিন্তু অন্য রাজ্যে বা সাগরদিঘিতে যখন কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি জ্বালানির দাম কমানোর পথে হাঁটেনি। তাঁর কথায়, 2021 সালে বিজেপি বাংলায় হারার পর বাধ্য হয়েছিল পেট্রল আর ডিজেলের দাম কমাতে। হিমাচল প্রদেশে কংগ্রেস জিতেছে তিন মাসের বেশি সময় আগে। পেট্রলের দাম কমেনি। ডিজেলের দাম কমেনি। সাগরদিঘিতে কংগ্রেস জিতেছে, পেট্রলের দাম কমেনি। যদি তৃণমূল জিতত, আরও পাঁচ টাকা পেট্রল-ডিজেলের দাম কমত বলে জানান অভিষেক।