অষ্টমীর দিন, ২২ অক্টোবর রাজ্যে খোলা থাকবে মদের দোকান। উল্লেখ্য, স্বাধীনতার পর এই প্রথম মদের দোকান খোলা থাকবে রাজ্যে। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মন্তব্য, দিদি হ্যায় তো দারু হ্যায়, দারু হ্যায় তো দিদি হ্যায়। সোমবার, ১৬ অক্টোবর, বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, অষ্টমীর পুজোতে মহাঅষ্টমীর ভোজ হবে আর তৃণমূলের নেতারা সব পিপাসায় ভুগবে তা কি চলতে পারে দিদি থাকতে? " দিদি হ্যায় তো দারু হ্যায়, আর দারু হ্যায় তো দিদি হ্যায়"। পশ্চিমবঙ্গের বাজারে বাজারে, কোনায় কোনায়, গলিতে গলিতে দিদি আগেই মদের দোকান খুলে দিয়েছে। অষ্টমীর দিন বন্ধ করে কি লাভ, সপ্তমীর দিন কিনে রেখে দেবে। ঝামেলা করার কি আছে, প্রতিদিনই খুলে রাখুক। "দিদি হ্যায় তো দারু হ্যায়, দারু হ্যায় তো দিদি হ্যায়।''