শনিবার নিম্নচাপ (Depression) তৈরি হবে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal)। রবিবার তা আরও ঘনীভূত হবে। মৎস্যজীবীদের রবি সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে মানা। শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)। আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনে বৃষ্টি বাড়বে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।