টানা ২ দিন বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়েছে। আর তাতেই মুখে হাসি ফুটেছে বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তাদের। বে নিম্নচাপের বিপদ কাটলেও এবার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উপরে রয়েছে। ১৮ তারিখ আবারও এটা সরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আসবে। এর ফলে ১৮ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। ১৯ তারিখ বৃষ্টি বাড়বে।