হাসপাতালে রোগী ভর্তি হলে বেড পাওয়া যায় না বা চিকিৎসা ঠিক মতো না হওয়ায় রোগীর মৃত্যু। এই ধরনের অভিযোগ প্রায় শোনা যায়। কিন্তু হাসপাতালের গাফিতলি ঠিক কতটা হতে পারে, সেটা কৃষ্ণনগরের এই ঘটনা সামনে না এলে হয়তো বোঝা যেত না। ঠিক কী ঘটেছিল, সেটাই বলি আপনাদের। এক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার 26 এপ্রিল দুপুর নাগাদ হাসপাতালে আসেন। কিন্তু তাঁকে চিকিৎসা করা তো দূরের কথা, কিছু টেস্ট করে বাড়ি ফিরে যেতে বলেন চিকিৎসক। তাঁকে একটা তারিখও দেওয়া হয়। ডাক্তারের কথা মতো, বাড়ির লোক ওই মহিলাকে বাড়ি ফিরিয়ে নেওয়া জন্য টোটো ডাকেন। কিন্তু ওই মহিলার বাড়ি যাওয়া হয়নি। কারণ রাস্তায় টোটোতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। পুনরায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকেরা সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সদ্যজাতর পরিবার দাবি করেন চিকিৎসার গাফিলতির কারণেই শিশু মৃত্যু হয়েছে।