বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। আর তারই মধ্যে বড়সড় বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের জন্যে ভারতের দরজা বন্ধ হতে চলেছে। ইন্ডিয়ান হোটেলগুলোতে বাংলাদেশিদের ব্যান করা হল। মানে বাংলাদেশ থেকে আগত মানুষদের এবার ভারতের হোটেলে থাকা বন্ধ। আর তাতে করে যে তাঁরা চরম বিপাকে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।