বাংলায় জঙ্গিদের দৌরাত্ম্য নিয়ে শুভেন্দু অধিকারীর বড় দাবি উঠেছে। তার মতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার উদ্দেশ্য নিয়েই জঙ্গিরা কাজ করছে। তমলুকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন যে, বাংলা এখন জঙ্গিদের সুরক্ষিত আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই কারণে নানা স্থান থেকে জঙ্গিরা এখানে এসে আড়াল নিচ্ছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র অন্য জেলায় জঙ্গি এলে নিরাপদ ভাবার কোনও কারণ নেই বলে সতর্ক করেছেন তিনি।