রাতারাতি কোটিপতি হলেন বাঁকুড়ার খাতড়ার রাধামোহনপুর গ্রামের রাবণ বাউরি। পেশায় রাজমিস্ত্রি, ওই ব্যক্তি মাত্র তিরিশ টাকাতেই বাজিমাত করেছেন। এই খবর পাওয়ার পর বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দের সঙ্গেই ততক্ষণে 'কোটিপতি' রাজ মিস্ত্রির স্নায়ুর চাপ বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে এক বুক আতঙ্ক নিয়ে যোগাযোগ করেন স্থানীয় খাতড়া থানায়। শেষমেশ পুলিশি নিরপত্তা বলয়ে থানায় পৌঁছে হাঁফ ছেড়ে বাঁচেন ওই রাজমিস্ত্রি। খাতড়ার রাধামোহনপুর গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি রবিবার, ১৭ মার্চ সন্ধ্যায় খাতড়া শহরের খড়বন মোড়ের একটি লটারি কাউন্টার থেকে তিরিশ টাকা মূল্যের টিকিট কেনেন।