চলন্ত ট্রেন থেকে হঠাৎই খুলে গেল তিনটি বগি। শনিবার ১২৭০৪ ডাউন ফলকনামা এক্সপ্রেস পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে আসতেই পিছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। যতক্ষণে চালক ব্রেক কষে থামান, ততক্ষণে ১ কিলোমিটার এগিয়ে গিয়েছে মূল ট্রেন। শনিবার দুপুরে বেলদা স্টেশনের কাছে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইঞ্জিন সহ বাকি ২২ টি বগি প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়। পরে চালকের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক দিয়ে দাঁড় করানো হয় ট্রেনটিকে। এরপর ইঞ্জিনিয়ার এসে ট্রেনের বাকি সমস্ত বগি জুড়ে দেওয়ায়, প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনামা এক্সপ্রেস। ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া যাচ্ছিল। সেই সময় বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। আর এর জন্য সাময়িকভাবে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল। সাবধানতার কারণে আপ-ডাউন দুটি লাইনেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।