সাইবার প্রতারণা থেকে শুরু করে জাল নোটের কারবার। কিছুই বাদ নেই। পেশা জাল নোট তৈরি করা, জাল ATM কার্ড তৈরি করা। সাইবার প্রতারণার ক্ষেত্রে সে অত্যন্ত পারদর্শী। ওটিপি হাতিয়ে গরিব মানুষের সঞ্চিত অর্থ লুট করত। এইভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষের থেকে। আবার জালনোট কারবারেও তার নাম উঠে আসছে। অভিযোগ, নিজেই জালনোট ছাপিয়ে সেগুলি বাজারে ছড়িয়ে দিত। যন্তর জিনিস এই কোটিপতি BJP নেতা। আর সেই খবর জানতে পেরে পুলিশ তাঁকে ধরে ফেলে। আর তাতে তাঁর সব কেচ্চা ফাঁস হয়ে যায়।