বৃদ্ধাদের বিপদে সারথি হয়ে টোটোর স্টিয়ারিং ধরলেন বীরভূমের লেডি কনস্টেবল। মা-এর প্রতি ভালোবাসা থাকলে নিজের সন্তান যা করতে না পারে , 25 জন মা-এর জন্য যা করছে তা দৃষ্টান্ত। পেশায় পুলিশ কর্মী কর্মব্যাস্তাতার মাঝে মা দের জন্য শিখছে ও চালাচ্ছে টোটো। মা দের 60-90 তাই ভরসা পাচ্ছে না অন্য কারো। বৃদ্ধাশ্রম তৈরী, টোটো কেনার পর এবার বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য টোটো চালানো শিখছেন বীরভূমের লেডি কনষ্টেবল। বীরভূমের মহিলা পুলিশ কর্মী ছবিলা খাতুন।