কংগ্রেসের সঙ্গে "কেউ কোথাও আপস করছে না। কেরালায় কংগ্রেস এবং সিপিএম মুখোমুখি হচ্ছে। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজি নন। এমনকি নীতীশ কুমারও তাদের সঙ্গে একমত হননি। যে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে সে হারতে বাধ্য। কংগ্রেসের অবস্থা আরও খারাপ হবে। নীতীশ কুমার প্রসঙ্গে বিজেপি সাংসদ দীলিপ ঘোষ বলেন, বিহারের রাজনীতি অদ্ভত, একবার ভোটের জিতে নীতীশ কুমার তিনবার শপথ নেন।