পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলি করেন। নিজের হাতে খাবার বিলি করেন। এবং বলেন, 'বন্যার সময় হলে বাঁধ ও বন্যা রোখার ব্যবস্থার কথা ভাবা হয়। কিন্তু সারাবছর কোনও কাজ হয় না। মুখ্যমন্ত্রী সবসময় অন্যের ঘারে দায় ফেলেন। সারাবছর কাজ করলে বন্যা হয় না। আর বন্যা হলেই বলেন এটা ম্যানমেড বন্যা।'