জনস্বার্থ মামলা দায়ের করার জন্য প্রাণে মেরে ফেলার চেষ্টা, অভিযুক্ত কেন্দ্রবাহিনীর জওয়ান সহ ছয় জনের আগাম জামিনের আবেদন বাতিল হাইকোর্টে। মুর্শিদাবাদ জেলার সর্বাঙ্গপুর গ্রামের ১০০ বছরের শ্মশানকালীর মন্দিরের মাঠ দখল নেওয়ার অভিযোগ শাসক দল ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে । মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। সেই স্কুলের কচিকাঁচারা মন্দিরের মাঠে খেলাধুলা করে। অভিযোগ স্থানীয় উদয় মন্ডল ও পূর্ণিমা মন্ডল শাসক দলের ঘনিষ্ট হওয়ার সুবাদে ওই জমি বেআইনি ভাবে পাট্টা করিয়ে দখল করে নেয়।