সূত্র মারফৎ জানা যায়, পি এম ও দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে রেলে চাকরি দেবার নামে প্রতারণা অভিযোগ সামনে আসে। আর সেই অভিযোগে নাম জড়ায় কলকাতার বাসিন্দা শান্তনু ভট্টাচার্যের। এই ব্যক্তি যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেখানে জানা যায়, একটি র্যাকেট সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার চক্র ফেঁদে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এই চক্রের অন্যতম হিসেবে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই অভিযোগ পেয়ে CBI তদন্ত শুরু করে। গোটা দেশ জুড়ে তল্লাশি চলে। রেল ডিফেন্স সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল। আর সেই ঘটনার সূত্র ধরেই শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়।