ভারতের স্বাধীনতার পর ৭৫ বছর অতিবাহিত।'পশ্চিমবঙ্গ দিবস ' তো কখনও পালন হয়নি। স্বাধীনতা দিবসকেই পশ্চিমবঙ্গের জন্মদিন বলে এতদিন মনে করে এসেছি। কিন্তু ২০ জুন হঠাৎই রাজভবনে পালন করা হল 'পশ্চিমবঙ্গ দিবস'। রাজ্যের বিরোধী দল বিজেপির তরফেও পালন করা হয়েছিল এই দিনটি। কিন্তু মঙ্গলবার নবান্ন সভাঘরে সর্বদলীয় সভায় দিনটাকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালনের ভাবনাটি কার্যত খারিজ হয়ে গেল। বিশ্লেষণে বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল।