বর্ষার মাঝেও রাজ্যে যেন ইলিশের (Hilsa Fish) খরা চলছে। অথচ পূবালি হাওয়া সঙ্গে ঝিরঝিরে ইলশেগুড়ি বৃষ্টি। রূপালি শস্য জালে পড়ার এটাই সেরা সময়। আর এই ইলিশ যদি গঙ্গা (Ganga) কিংবা রূপনারায়নের (Rupnarayan) হয় তাহলে তো কথাই নেই। কিন্তু বেশ কয়েকবছর ধরেই নদীর ইলিশের অতুলনীয় স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের বাঙালি।