আগামী ২৪ তারিখ পশ্চিমবঙ্গ উপকূলের আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফের জারি করা হয়েছে নানান সতর্কতা। ২৩ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা ও বলা হয়েছে। এ নিয়ে তৎপর রাজ্য প্রশাসনও। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ২ নম্বর ব্লকের হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করার পাশাপাশি নদী তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বজবজ ২ নম্বর ব্লকের সভাপতি ব্যানার্জি জানান, ইতিমধ্যেই প্রশাসনের তরফে চারটি রেসকিউ সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। থাকছে খাবারের ব্যবস্থাও।