শীতের শুরুতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ৪ ডিসেম্বর শনিবার থেকে ৬ ডিসেম্বর সোমবার পর্যন্ত ঝাড়গ্রাম জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। মাঠের শেষ সম্বলটুকু বাড়িতে তুলতে মরিয়া কৃষকরা। অন্যদিকে ঝাড়গ্রাম জেলার কৃষি দফতরের পক্ষ থেকে কৃষকদের সতর্ক করে মাঠে থাকা পাকা আমন ধান দ্রুত বাড়িতে তোলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আলু ও সরিষা চাষিদের এই তিন দিন আলুর ও সরষে লাগানোর কাজ বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে।