দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে অক্ষয় তৃতীয়ার দিন। ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বাংলার জগন্নাথ ধাম তৈরির পুরো টাকাই দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে। মমতা বললেন, 'পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, খিরের গজা, গুজিয়া, কালীঘাটের পেঁড়ার মতো পেঁড়া, এই সব বিক্রি হবে। পুজো দেওয়ার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। আমরা আশা করি, আর তিনমাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে কাজ। মার্বেলের মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রার তৈরি হয়ে গিয়েছে, নিমকাঠের মূর্তিটা তৈরি হচ্ছে।'