রাজ্যে এই মুহূর্তে অন্যতম বড় দুর্নীতি ট্যাব কেলেঙ্কারি। আর এই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন বিজেপির একজন প্রবীণ নেতা। তাঁর দাবি রাজ্যে একের পর এক দুর্নীতির মতোই ট্যাব কেলেঙ্কারি। রাজ্যের গরিব ছেলেমেয়েদের লোভ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যাঁদের কেনার ক্ষমতা নেই তাদের ট্যাব দেওয়া হবে বলেছিলেন। ওই বিজেপি নেতার দাবি, মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এরপর বললেন টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। এখন দেখা যাচ্ছে যাদের পাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তৃণমূলের নেতা এই টাকা পেয়ে গিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে মিল রয়েছে আমফানের। এই আমফানের সময় কিন্তু কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করেছিল। কিন্তু সেই টাকা যাঁরা দুর্গত তাঁরা পেলেন না। দেখা গেল শাসক দলের পঞ্চায়েতের নেতা, তাঁদের আত্মীয়রা পেয়ে গেলেন। এটাই তৃণমূল সরকার। এই অভিযোগ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার, ১৫ নভেম্বর আসানসোলে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।