পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য স্থানীয় এক বাসিন্দা প্রভাত নায়েক রায়না থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। মামলায় দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় বর্ধমান আদালত। মামলায় বিজেপির রাজ্য সভাপতিকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন জানান তদন্তকারী পুলিশ অফিসার। সেই আবেদন মঞ্জুর করে আদালত। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের উল্লাস মোড়ে বিজেপির জেলা পার্টি অফিস থেকে যান আদালাতে।