বিকল্প হিসেবে ড্রাগন ফলের চাষ করে নজর কড়ছেন পুরাতন মালদার চাষিরা। শুধু তাই নয় এই ফল চাষ করে বেশি লাভের মুখ দেখছেন বলেও জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি বাজারেও এই ফলের চাহিদা যথেষ্টই। পুরাতন মালদার এক চাষি পরিমল রাজবংশী জানান, 'এক বিঘা জমিতে তিন হাজারেরও বেশি ড্রাগন ফলের গাছ বসিয়েছেন তিনি। গত দু'বছর ধরে এই চাষ করছেন তিনি এবং এটি অত্যন্ত লাভজনক চাষ। কারন বর্তমান বাজারে ড্রাগন ফলের চাহিদা ব্যাপক। পাশাপাশি এই গাছের পেছনে সেভাবে খরচ নেই বললেই চলে।'