এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি লটারি কেলেঙ্কারির ঘটনায় অভিযান চালাচ্ছে। ইডি লটারির আর্থিক জালিয়াতি এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত দুর্নীতির মামলার তদন্ত করছে। আজ সকালে শহর ও শহরতলির বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায় ইডি। এদিকে বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে লটারির টিকিট ছাপানোর কারখানায় অভিযান চালানো হয়। ইডি দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ২৬ কবি ভারতী সরণিতে একটি অভিজাত বহুতল ফ্ল্যাটে অভিযান চালায়।