শিয়রে জামাইষষ্ঠী। কিন্তু টাটকা ইলিশ কই? এ রাজ্যে দু-মাস মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। ফলে বাজারে টাটকা ইলিশ নেই। জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ তুলে দিতে না পারলে কী হয়? ইলিশ ছাড়া জামাইষষ্ঠী? এ যে ভাবনারও অতীত। অগত্যা উপায় গুদামজাত পুরনো ইলিশই। বরফ থেকে বের করে আনা ইলিশেই তাই এবার পেটপুজো করতে হবে। কিন্তু তাতে আবার বাদ সাধছে দাম। এক কেজি ওজনের ইলিশের দাম শ্বশুরের কপালে ঘাম জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাজ্যের একেক বাজারে একেক রকম দাম হলেও মোটামুটি গড়ে ১৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে ঘোরাঘুরি করছে।