আজ সকালে ওল্ড দীঘার (Old Digha) সৎসঙ্গ মন্দিরে প্রার্থনা চলা কালিন হঠাৎই মন্দিরের ভিতরে এক বড় বিড়াল আকৃতির একটি জন্তুর উপস্থিতিতে হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে। কিছুক্ষন পর মন্দিরের (Temple) কর্মকর্তারা উপস্থিত হন এবং জীবটিকে খাঁচায় বন্ধী করে বন দপ্তরে খবর দেন। বন বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে জন্তুটিকে শনাক্ত করে জানান এটি একটি বিরল প্রজাতির গন্ধগোকুল। কোনও কারণে খাদ্যের সন্ধানে মন্দিরে ঢুকে পড়ে, যেহেতু দিনের বেলায় এরা ঠিক মতো দেখতে পায় না তাই ধরা পড়ে গেছে। গন্ধগোকুলটিকে মন্দির থেকে উদ্ধার দীঘা বন দপ্তরে নিয়ে যাওয়া হয়।