রূপনারায়ণপুরের চিতল ডাঙ্গায় বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সালানপুর থানার অধীন রূপনারায়ণপুরের ফাঁড়ির পুলিশ এই সাফল্য পেল। এই অস্ত্র কারখানার মূল মাথা চিত্তরঞ্জনের এক রেল কর্মী। ওই রেল কর্মীসহ আরও তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য তিনজনের বাড়ি মুঙ্গেরে। জানা গেছে ওই রেলকর্মী 36 নম্বর রাস্তায় রেল আবাসনে থাকলেও তার বাড়ি রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের চিতল ডাঙ্গায়। তবে ওই ব্যক্তির আদি বাড়ি মুঙ্গেরে। সেখান থেকেই কারিগর নিয়ে এসে চিতলডাঙ্গার দুটি ঘরে বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র তৈরির কারবার ফেঁদেছিল সে। চিতল ডাঙ্গার ঘর থেকে অস্ত্র তৈরির মেশিন,অস্ত্র ও বহু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।