গঙ্গার ঘাটগুলিতে শয়ে শয়ে ভেসে আসছে মাছ। কী নেই সেই তালিকায়? ট্যাংরা, ল্যাটা, চিংড়ি, মাগুর। শুক্রবার, 1 অগস্ট দুপুর থেকেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে এই অবাক করা দৃশ্যের সাক্ষী থাকেন স্থানীয়রা। বিকেলের দিকে যা আরও বেড়ে যায়। বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে শুরু করে গঙ্গার ধারে। প্রথমে ঘাটে কিছু স্থানীয় মানুষের বিষয়টি নজরে আসে। এরপর বিষয়টি জানাজানি হতেই ক্রমশ ভিড় জমে যায় হাওড়ার তেলকল ঘাট, শিবপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট- সহ অন্যান্য জায়গায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে বেশ কয়েকটি মরা মাছ ভেসে উঠেছিল। পরে ধীরে ধীরে সেই সংখ্যা বৃদ্ধি পায়।