উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী মুখ্যমন্ত্রীর বকুনিকে আশীর্বাদ বলে মনে করছেন। এদিন তিনি বলেন তিনি আমাকে শিখিয়ে গেলেন যে আমাদের কিভাবে কাজ করতে হয়। তিনি আমাদের গুরু এবং ভগবান। তার কাছ থেকে আমরা শিখেছি কিভাবে আন্দোলন করতে হয়। আবার কিভাবে উন্নয়নের কাজ করতে হয়। গত পয়লা অক্টোবর হাওড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বামুনগাছি বি রোডে জল জমার বিরুদ্ধে গৌতম চৌধুরী প্রতিবাদ জানিয়ে পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এদিন তিনি আরও বলেন সামনে দুর্গাপুজো ছিল তাই মানুষের স্বার্থে এলাকায় জমা জল দেখতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে তিনি বিক্ষোভ তুলে নেন। মুখ্যমন্ত্রী পরে বড় বড় পাম্প বসিয়ে এলাকার জল নামিয়ে দেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন সরকার থেকে যেভাবে ত্রিস্তরীয় প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে তাতে হাওড়া শহরের জল জমার সমস্যা পাকাপাকি সমাধান হবে।