১৭ নভেম্বর১৯৬২ সালে সেনাবাহিনীতে যোগদান করেন নায়ক বাদল ঘোষ। এরপর ১৯৬৫ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সহ অন্যান্য বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সর্বশেষ ১৯৮৪ সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর ১৬ই ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বর্ণ বিজয় মশাল প্রজ্জ্বলন করেন যা পাঠানো হয় ভারতবর্ষের ৪ প্রান্তে। এরমধ্যে ব্যারাকপুরে সেই মশাল এসে পৌঁছায় বৃহস্পতিবার নায়ক বাদল ঘোষের ব্যারাকপুর সদর বাজারের বাড়িতে। সেখানেই তাকে সম্বর্ধনা জানানো হয় মশালকে সাক্ষী রেখে।