সাইক্লোন 'ফেঙ্গালের' ফের অসনি সংকেত। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকূটি। শীতের মুখেই কী ভাসবে বাংলা? এটাই এখন প্রশ্ন। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ রয়েছে। নিম্নচাপটি এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত একই সঙ্গে পূর্ব বাংলাদেশের রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত।