জম্মু-কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দার্জিলিংয়ের লেবঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডেও রয়েছেন তার বাবা-মা। খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নামে। বাবা প্রাক্তন সেনাকর্মী ভুবনেশ থাপা জানান ছোট থেকেই তার সেনাপোশাক পরেই ঘুরতেন ব্রিজেশ। ইচ্ছে ছিল বাবার মতোই দেশের জন্য কাজ করবেন। তাই বিটেক ইঞ্জিনিয়ারিং করার পরেও সেনাবাহিনীতেই যোগ দেন ব্রিজেশ। একাডেমিক রেজাল্ট ভালো থাকায় তরতর করে উন্নতি হচ্ছিল। রবিবার শেষবার বাড়িতে কথা বলেছিলেন। সাত-আট কিলোমিটার উপরে তাদের মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন। এরপর সোমবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় শোক প্রকাশ করেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। বাড়িতে পৌঁছন স্থানীয় কাউন্সিলর শিবিকা মিত্তলরা। ছেলে হারানোর শোক অবশ্যই রয়েছে, তবে ঘটনায় এতোটুকু দুঃখিত নন বৃদ্ধ বাবা-মা। বরং তারা গর্বিত ছেলে নিজের পছন্দমত জীবন বেছে নিয়েছিল। সেই পথেই জীবন শেষ করলেন।