পূজোর সময় মা কালী কাঁপতো, সেই কারণে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকড়া কালী নামে পরিচিত। এলাকার মানুষের মুখে মুখে এখনও শোনা যায় ডাকাতদের হাতে মায়ের পুজো দিতে আসার হাড় হিম করা বহু কাহিনী। মায়ের মুল শাঁখা সিঁদুর। প্রথা রয়েছে বলির। মালদার হব্বিপুর থানার মানিকড়ার এই কালী মানিকড়া কালী নামে পরিচিত।