আজ থেকেই দুই বঙ্গে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা। এই বৃষ্টিপাতের কারণ একটি বিপরীত ঘূর্ণাবর্তের পাশাপাশি বঙ্গোপসাগরের উপর থেকে আসা জলীয় বাষ্প। যার জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গ ক্ষেত্রে কালিম্পং এবং দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘণ্টায়। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস। তবে সোমবার প্রায় সব জেলারই পরিস্থিতির উন্নতি হবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ উমাকান্ত সাহা।