পশ্চিমবাংলায় আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয়েছেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রসঙ্গে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়।ঘটনার সূত্রপাত শুক্রবার। সকাল 10 টা নাগাদ ইডির দপ্তরে কাজকর্ম শুরু হতেই সেখানে পৌঁছন বিধাননগর পুরনিগমের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ তুলসি সিনহা রায়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তৃণমূলপন্থী সমাজকর্মী ও আইনজীবী। সিজিও কমপ্লেক্সে গিয়ে লকেটের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন তাঁরা। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল কাউন্সিলর বলেন, লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির সুবিধা নিয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ইডি।