মদন মিত্র সব সময় রঙিন। রাজনীতিতে হোক বা অন্য কোনও জায়গায় মদন মিত্র সব সময় অন্য রকম। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়েই রীতিমতো তিনি বলেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রচন্ড ভালোবাসেন। অভিষেকের বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবেন তাতেই তিনি খুশি বলে জানান মদন মিত্র। তিনি বলেন হৃদয়ে মমতা চেতনায় অভিষেক। হুমায়ুন কবীর বার বার সওয়াল করেছেন যে অভিষেককে ডেপুটি সিএম করা হোক। এনিয়ে মদন মিত্র বলেন হুমায়ুন কবিরের উত্তর দেওয়ার জন্য তিনি তৃণমূল করেন না।